রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়ন সংলগ্ন কাপ্তাই হ্রদ থেকে আজ বৃহস্পতিবার সকালে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এদিন সকালে স্থানীয়রা কাপ্তাই হ্রদে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ খাল থেকে লাশ উদ্ধার করে। যুবকের নাম ইলিয়াস হোসেন কাঞ্চন (৩০)। সে বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে।
রাঙামাটির কোতয়ালী থানার ওসি মো: কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।