বান্দরবানে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম প্রদান করা হয়েছে।আজ বুধবার (৪ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গনে এনএটিপি প্রকল্পের আওতায়
এআইএফ ২ ম্যাচিং গ্রান্ট হিসেবে ৭০% ভূর্তুকিতে ২টি সিআইজিকে ৪টি পাওয়ার টিলার, ২ টি পাওয়ার থ্রেসার, ২ টি এলএলপি ও ১টি আগাছানাশক বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. এ কে এম নাজমুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্র্তা মো:ওমর ফারুকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা সদরের জামছড়ি পাড়ার সিআইজি পুরুষ সমবায় সমিতি ও ডলুপাড়া সিআইজি মহিলা সমবায় সমিতি মধ্যে এই কৃষি সরঞ্জাম প্রদান করা হয়।
বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. এ কে এম নাজমুল হক বলেন,কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার ,আর তারই ধারাবাহিকতায় আজ বান্দরবানের কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি সরঞ্জাম প্রদান করা হয়েছে,আগামীতে ও এ ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে।