বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ সহ কয়েকটি সংগঠন।
বুধবার (১ মার্চ) সকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আয়োজন করা হয় মানববন্ধনের। মানববন্ধনে পাশাপাশি দাঁড়িয়ে শতাধিক বিভিন্ন স্কুলকলেজ ও ভার্সিটির শিক্ষার্থী অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন মারমা স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি উহ্লাচিং মারমা এবং খুমি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের হিরো খুমীসহ আরো অনেকে।
বক্তারা জানান, ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলেও এখনো গ্রেফতার করেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় না আনলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা ।
এর আগে গত শনিবার লামা থানায় কায়সার নামে এক ব্যক্তি বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই নারী । কায়সার একই ইউনিয়নের ফুটের ঝিরির ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।