খাগড়াছড়িতে যুবদল সম্পাদক খলিলের মৃত্যুতে বিএনপির কর্মসূচি

খাগড়াছড়ি জেলা যুবদল সম্পাদক ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি দুই দিনের কর্মসূচী পালন করছে। কর্মসূচির প্রথম দিন আজ শনিবার (৬ মে) জেলার সকল ইউনিটের বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ। রবিবার দলীয় কার্যালয়ে সভার আয়োজন করেছে জেলা বিএনপি।

খাগড়াছড়ি জেলা সদরে কালো ব্যাজ ধারন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের শাহেদুল হোসেন সুমন, জেলা স্বে”ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ।

NewsDetails_03

এছাড়াও বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারন কর্মসূচি পালন করেছে

ব্রেইন স্ট্রোকে গত বৃহস্পতিবার (৪ মে) সকাল ৬টা ৫০ মিনিটে চট্টগ্রামে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম খলিল শেষ নি:শ্বাস ত্যাগ করেন। যুবদল নেতা ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদা হাস্যোজ্জ্বল ইব্রাহিম খলিলের গ্রহণযোগ্যতা ছিল সর্বমহলে।

আরও পড়ুন