খাগড়াছড়িতে শাহাদৎ ফরাজী সাকিব এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঢাকার মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে গত ১৫ জানুয়ারি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর হামলা ও নাগরিক কমিটি থেকে বহিষ্কৃত শাহাদাত ফরাজী সাকিব’কে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতা ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে থেকে শাহাদাত ফরাজী সাকিবকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি শাহাদাৎ ফরাজীকে মুক্তি দেয়া না হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দুর্বার আন্দোলন গড়ে তোলা ও অচল করে দেয়ার হুশিয়ারি দেন বক্তারা।

সেইসাথে সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে সন্তু লারমাকে রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করে গ্রেপ্তারের দাবি করা হয়। এর আগে শহরের চেঙ্গীস্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল করে শাপলা চত্বরে এসে শেষ হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুব আন্দোলনের সংগঠক আব্দুল ওয়াহেদ, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি দোলোয়ার হোসেন, দীঘিনালা উপজেলা নাগরিক পরিষদের সভাপতি জাহিদ হাসান।