খাগড়াছড়ির নতুন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান

NewsDetails_01

সারাদেশের ২৩ জেলায় একযোগে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্র্রনালয় মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি সাক্ষরিত এক প্রজ্ঞাপনে খাদ্য মন্ত্রনালয়ের মন্ত্রীর একান্ত সচিব মোঃ সহিদুজ্জামানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়নের আদেশ জারি করা হয়।

NewsDetails_03

উল্লেখ্য, গত ২৯ আগস্ট ২০১৯ সাল থেকে বর্তমান পর্যন্ত অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে এ জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতাপ চন্দ্র বিশ্বাস। এরইমধ্যে তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ এ চট্টগ্রাম বিভাগের সেরা শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন