চন্দ্রঘোনায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মিলন কান্তি দে ওরফে বৈদ্য মিলন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন এর ছাগলখাইয়া এলাকার বাসিন্দা।

NewsDetails_03

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮ টায় থানার এসআই মোঃ রোমান হোসেন, এএসআই অশোক শীল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা থানা এলাকাধীন ছাগলখাইয়া বটতল এলাকা হতে জিআর-২০/০৮ এর ৪ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মিলন কান্তি দে ওরফে বৈদ্য মিলন (৩৫) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, আসামীকে আজ বুধবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন