ড. এফ দীপংকর মহাথের আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে : পুলিশ সুপার
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ড.এফ দীপংকর (৫৩) মহাথের (ধুতাঙ্গ ভান্তে) বিহারের কুটিরে লোহার সিলিং এর সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন এক বার্তায় এই তথ্য জানান।

তিনি আরো জানান, ড.এফ দীপংকর(৫৩) মহাথের ব্যক্তিগত ভাবে অবিবাহিত এবং তিনি ২০১৬ সাল হইতে উক্ত বিহারের প্রধান ভান্তে হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মর্মে প্রাথমিক ভাবে জানা যায়। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল নেই। এসময় কুটিরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উক্ত ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে রোয়াংছড়ি থানা পুলিশ এবং ডিবি পুলিশ তদন্ত শুরু করেছে।