আহত সাংবাদিক রেম্বো ত্রিপুরা জানান, থানচি হতে মংহাইসিং মারমা মোটর সাইকেল ভাড়া করে বলিপাড়া বাজারে সংবাদ সংগ্রহের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৮টা যাত্রা শুরু করেন। সকাল ৯টা ডাকছৈ পাড়া বেলী ব্রীজের সামান্য আগেই অপর এক মোটর সাইকেলকে অতিক্রম করতে গেলে দুর্ঘটনা কবলিত হয়। বেপরোয়ার গাড়ি চালানোকে দায়ি করেন তিনি।
৩৮ ব্যাটালিয়ানের জোনাল কমাল্ডিং অফিসার লেঃ কর্নেল সানবীর হাসান পিএসসি আহতদের দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহন করেন।