থানচিতে ২৯টি মর্টার শেল উদ্ধার
বান্দরবানে থানচি উপজেলা থেকে ২৯ টি উচ্চ বিস্ফোরক (মর্টার শেল) উদ্ধার করেছে বিজিবি। ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ানের তত্ত্বাবধানে উপজেলার গ্যালেঙ্গা এলাকায় ব্যাটালিয়ানের জোন কমান্ডার লে: কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম নের্তৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মাটিতে পুতে রাখা ২৯টি উচ্চ বিস্ফোরক (মর্টার শেল) উদ্ধার করা হয়।
বলি পাড়া জোন কমান্ডার লে: কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, পাহাড়ে এখন ও সন্ত্রাসী কার্যক্রম রয়েছে। প্রতিনিয়ত আইন শৃংঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতায় উচ্চ বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়েছে। বোমাগুলো উদ্ধার করতে না পারলে অত্র এলাকায় বসবাসরত স্থানীয়দের বড় ধরনের দুর্ঘটনার আশংকা ছিলো,উদ্ধারের ফলে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আজম আরো বলেন, পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম দমনে আইন শৃংঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবো।