নাইক্ষ্যংছড়িতে করোনা আক্রান্তের পরিবারের শিশুসহ ২০ জনের নমুনা সংগ্রহ

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকার কোলালপাড়াস্থ কোনাপাড়া গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত বৃদ্ধার (৫৯) এর পরিবারের স্বজনদের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ওই এলাকায় গিয়ে আক্রান্ত হওয়া বৃদ্ধর স্ত্রী ও শিশু সন্তানসহ রোগীর সংস্পর্শ হওয়া ২০ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। সংগ্রহকৃত রক্তের নমুনা একইদিন কক্সবাজার মেডিকেল কলেজ
(আইই‌ডি‌সিআর) পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাফর মো,ছলিম জানান, গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত বৃদ্ধ আবু ছিদ্দিক (৫৯) এর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ (আইই‌ডি‌সিআর) পাঠানো হয়।

NewsDetails_03

গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কক্সবাজার মেডিকেল কলেজে ওই ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসায় রয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে যাতায়াতের সংস্পর্শ ব্যক্তিসহ গ্রামের ৩৬ পরিবারের ঘর-বাড়ী লকডাউন করা হয়েছে। অবস্থা গুরুতর না হওয়ায় তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে নাইক্ষ্যংছড়ি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেয়ার জন্য রাখা হয়েছে।

তাঁর পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তাদের ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফলাফল হাতে এলে নিশ্চিত হওয়া যাবে ওই পরিবারে আর কেউ করোনায় আক্রান্ত হয়েছে কি না।

আরও পড়ুন