নাইক্ষ্যংছড়িতে ১ জনের প্রত্যাহার : তিন জনের মনোনয়ন বহাল

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪ জন নারী ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থীর মধ্যে ১জন মনোনয়ন প্রত্যাহার ও ৩ জনের মনোনয়ন বহাল আছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেন মোট ৫ প্রার্থী। সংগ্রহকারীরা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জুহুরা বেগম,সাধারণ সম্পাদীকা ওজিফা খাতুন রুবী, স্বতন্ত্র প্রার্থী শামীমা আক্তার গুন্নু, সাবেক ছাত্রলীগ নেত্রী সানজিদা আক্তার রুনা, বিএনপির সহ-সভাপতি হামিদা চৌধুরী। গত ২০ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইতে এই ৫ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারনে জেলা রিটানর্নিং অফিসার বাতিল করলেও ওজিফা খাতুন রুবী গত ২১ ফেব্রুয়ারি জেলা নির্বাচন কার্যালয়ে বাতিলের বিরুদ্ধে আপীল করলে ২৬ ফেব্রুয়ারি শুনানীতে ওজিফা খাতুনের মনোনয়ন বৈধতা ঘোষণা দেওয়াতে ২৭ ফেব্রুয়ারি প্রত্যাহারের ধার্যদিনে মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বলে সূত্র জানান।
বর্তমানে নারী ভাইস-চেয়ারম্য পদে প্রতিদ্বন্ধিতা হয়ে লড়বেন ৩ জন।
প্রসঙ্গত, পঞ্চম উপজেলা নির্বাচনে নাইক্ষ্যংছড়িতে চেয়ারম্যান পদে ৫জন,পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করবেন বলে জানা যায়।

আরও পড়ুন