দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।
পার্বত্য জেলায় আওয়ামী লীগের ভরসা বর্তমান সাংসদ সদস্যরা, সেই কারনেই পুরানোদের ফের প্রার্থী হিসাবে ঘোষনা করে আওয়ামী লীগ। বান্দরবান ৩০০ নং আসনে ছয়বারের নির্বাচিত সাংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, ২৯৯ নং রাঙামাটি আসনে সাংসদ সদস্য দীপঙ্কর তালুকদার ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনে সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষনা করেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এর মধ্যে কমপক্ষে ছয়টি আসনে একজন করে মনোনয়ন ফরম কেনেন। বাকি ২৯৪টি আসনে ৩ হাজার ৩৫৬ মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। ২৩ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।