বাঘাইছড়িতে ৪২২টি ভূমিহীন পরিবার পেল নতুন ঘর

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার সরকারী আশ্রয়ন প্রকল্পের আওতায় ৬ষ্ট পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো ৪২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন নতুন ঘর।

NewsDetails_03

আজ (১১জুন) মঙ্গলবার সকাল দশ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভার্চুয়াল উদ্বোধন করেন এবং স্ব স্ব উপহার ভোগীদের মাঝে সকল কাগজপত্র সহ এই উপহার প্রদান করেন।

এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত দৌস মোহাম্মদ ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশ সহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন