পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র নেতৃত্বে এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল উপস্থিত ছিলেন। এ সময় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবীসহ দলের শীর্ষ নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘূর্নিঝড় মোরা’র আঘাতে চাল ডাল, চিনি বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রতিনিধি দলটি।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঘূর্নিঝড় মোরার আঘাতে জেলার ৭টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এখনও বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।