বান্দরবান জেলার নতুন পুলিশ সুপার হিসাবে এই প্রথম একজন নারী পুলিশ সুপারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। জেলার নতুন পুলিশ সুপারের নাম বেগম জেরিন আখতার। এর আগে তিনি ঢাকা পুলিশের বিশেষ শাখায় পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ জারি করা হয়। অন্যদিকে বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারকে বরিশাল মহানগরীর উপ-পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার গত ২ বছর সুনামের সাথে বান্দরবান জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন।