শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষ থেকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ছাড়াও শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।