রাঙামা‌টিতে সাংবা‌দিক মোস্তফা কামা‌লের ৬ষ্ঠ মৃত্যুবা‌র্ষিকী পা‌লিত

রাঙামা‌টির প্রথিতযশা সাংবা‌দিক ও বাংলা‌দেশ টে‌লিভিশ‌নের সা‌বেক জেলা প্রতি‌নি‌ধি মোঃ মোস্তফা কামা‌লের ৬ষ্ঠ মৃত্যুবা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। এ উপল‌ক্ষ্যে আজ শনিবার সাংবা‌দিক মোস্তফা কামা‌ল স্মরণসভা পরিষদ আ‌য়ো‌জিত রাঙামাটি শিশু নি‌কেত‌ন প্রাঙ্গনে স্মরণসভা, মিলাদ মাহ‌ফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হ‌য়ে‌ছে।

সাংবা‌দিক মোস্তফা কামা‌ল স্মরণসভা পরিষদের আহবায়ক ফজলুর র‌শিদ সে‌লি‌মের সভাপ‌তি‌ত্বে স্মরণসভায় বক্তব্য রা‌খেন প্রবীন সাংবাদিক সুনীল কা‌ন্তি দে, প্রেস ক্লা‌ব সাধারণ সম্পাদক আ‌নোয়ার আল হক, অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী, সা‌বেক সভাপ‌তি মোঃ আলী, এস এম সামশুল আলম, সদর উপ‌জেলা ক্রীড়া সংস্থার সা‌বেক সাধারণ সম্পাদক মোঃ হান্নান, আবা‌সিক হো‌টেল মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি মোঃ মোস্তফা কামাল উদ্দীন প্রমূখ বক্তব্য রা‌খেন।

NewsDetails_03

স্মরণসভায় বক্তারা ব‌লেন, সাংবা‌দিক মোস্তফা কামা‌লের অকাল মৃত্যু‌ রাঙামা‌টির জন্য অপুরণীয় ক্ষ‌তি। ক্ষনজন্ম এই সাংবা‌দিক নিজ আ‌লোয় সামাজিক, সাংস্কৃ‌তিক ও ক্রীড়াঙ্গনে দ‌্যু‌তি ছ‌ড়ি‌য়ে‌ছেন। চেষ্টা ক‌রে‌ছেন সমা‌জের নির্যা‌তিত ও নি‌পি‌ড়িত মানু‌ষের পা‌শে দাঁড়া‌তে। ‌কিন্তু মরনব্যাধী ক্যান্সার তার এই যাত্রা‌কে স্তব্দ ক‌রে দেয়, যা অনাকা‌ঙ্খিত।

মরহুম সাংবাদিক মোস্তফা কামাল দীর্ঘ‌দিন মরনব্যাধী ক্যান্সা‌রের সা‌থে যুদ্ধ ক‌রে ২০১৮ সা‌লের ১৪ ন‌ভেম্বর মৃত্যুবরণ ক‌রেন। তি‌নি বি‌টি‌ভি ছাড়াও দৈ‌নিক বাংলার বাণী, অবজারভারসহ বি‌ভিন্ন গণমাধ্য‌মে সফলতার সা‌থে কাজ ক‌রে‌ছেন।

আরও পড়ুন