রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে চুরি হওয়া ৩০টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ । আজ রবিবার (১৮ ডিসেম্বর) সকালে রাঙামাটি কোতয়ালি থানায় এক প্রেস বিফ্রিং এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান।
এসময় উপস্থিত ছিলেন, ডিবি ডিআইও শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন প্রমূখ।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান বলেন, আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে মোবাইল চুরি হয়েছে। তাই আমরা সে অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোবাইলগুলি উদ্ধার করি। উদ্ধারকৃত মোবাইলগুলো যাচাই-বাচাই করে তার সঠিক মালিকের হাতে আমরা তুলে দিবো।
তিনি জানান, রাঙামাটি থেকে চুরি হওয়া মোবাইলগুলো চোররা চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ট্র্যাক করে দেখি মোবাইলগুলো কোথায় আছে, তারপর যাদের কাছে মোবাইলগুলো ছিলো তারা এ মোবাইলগুলো ক্রয় করেছে এমন তথ্য নিশ্চিত হবার পর তাদের কাছ থেকে আমরা মোবাইলগুলো উদ্ধার করি। সেজন্য চোরদের ধরা সম্ভব না হলেও আমরা আগামীতে চোরসহ ধরবো।
প্রেস ব্রিফিং এর পর যাচাই-বাচাই করে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ।