রাঙামাটি সদরে নতুন ইউএনও যোগদান

NewsDetails_01

রাঙামাটি সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ৩৪ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা নাজমা বিনতে আমিন। তিনি বিদায়ী ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমার স্থলাভিষিক্ত হয়েছেন।

NewsDetails_03

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০টায় নিজ দফতরে দায়িত্বভার গ্রহন করেন নতুন ইউএনও।
ইতিপূর্বে তিনি সুনামের সাথে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এল.ও এবং বান্দরবান জেলা সদরে সহকারী কমিশনার (ভুমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার সদরের এন্ডারসন রোড নিবাসী অধ্যক্ষ মোঃ আমিন ও রাহেলা আমিনের জৈষ্ঠ্য কন্যা।

কক্সবাজার সদর থেকে তিনিই প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আমির হোসাইনের সহধর্মিণী।

আরও পড়ুন