রাঙ্গামাটিতে অস্ত্রসহ চাঁদাবাজ আটক

NewsDetails_01

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় দেশীয় তৈরি অস্ত্রসহ ইউপিডিএফ দলের লক্ষীধন চাকমা (৩৫) নামে এক চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ঘাগড়া চেক পোষ্ট থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে উপজেলার ঘাগড়া চেক পোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটর সাইকেলে তল্লাশি চালায় সেনাবাহিনী। এসময় একটি দেশীয় তৈরী অস্ত্রসহ লক্ষীধন চাকমাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে কাউখালী থানায় সোর্পদ করা হয়।

NewsDetails_03

আটক লক্ষীধন চাকমা পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেট ডেমোক্রেটিকস ফ্রন্ট ইউপিডিএফএর চাঁদা কালেক্টর হিসেবে কাজ করে আসছিলেন এবং কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোয়ার পোয়াপাড়া গ্রামের মৃত বরুন বিকাশ চাকমার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বিরুদ্ধে ১৯-এ ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন