রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পিকনিকের বাস উল্টে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২৭ জন।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
যাত্রীরা জানান, পেনডেক্স ফার্নিচার নামে চীনা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের একটি দল সকালে পিকনিকের উদ্দেশ্যে বাসে ( চট্টগ্রাম ব ০৫০০১৫) করে রাঙ্গামাটি যাচ্ছিল। বাসটি রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় একটি বাঁক নিতেই উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং আহত হন ২৭ জন। আহতদের তাৎক্ষনিকভাবে রাঙ্গামাটি মেডিকেলে প্রেরন করা হয়।
রাঙ্গামাটি মেডিকেলের আরএমও ডাঃ শওকত আকবর জানান,আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তারমধ্যে দুইজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।