রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু
রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।

উদ্বোধনী খেলায় বালিকাদের প্রতিযোগিতায় বরকল উপজেলা ১-০ গোলে হারিয়েছে সদর উপজেলা দলকে। অন্যদিকে বালকদের খেলায় ট্রাইবেকারে সদর উপজেলা ৪-৩ গোলে বরকল উপজেলা দলকে হারিয়েছে। এর আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। প্রতিযোগিতায় মোট ২২টি দল অংশগ্রহণ করছে।
জেলা প্রশাসক এ কে মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, সিভিল সার্জন শহীদ তালুকদার, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মনোয়ারা জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, বরকল উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এড. মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।