রাঙ্গামা‌টিতে ভি‌জি‌ডি খাদ্য শস্য বিতরণ

রাঙ্গামা‌টি সদরের সাপছ‌ড়ি ও কুতুকছ‌ড়ি ইউ‌নিয়নে দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) খাদ্য শস্য বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সাপছ‌ড়ি ও কুতুকছ‌ড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে পৃথক দু‌টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অ‌ফিসার ফাতেমা তুজ জোহরা উপমা পৃথক দু‌টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ভি‌জি‌ডি খাদ্য শস্য বিতরণ করেন।

এসময় ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্তরের উপ প‌রিচালক হোস‌নে আরা বেগম, কুতুকছ‌ড়ি ইউ‌পি চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা,সাপছ‌ড়ি ইউ‌পি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, ইউ‌পি মেম্বার রিটন বড়ুয়া প্রমূখ উপ‌স্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুতুকছ‌ড়ি ইউনিয়নের ১৯৬জন ও সাপছ‌ড়ি ইউ‌নিয়নে ১৬৬ জন ভিজিডি কার্ডধারী দুঃস্থ মহিলাকে ৩০কেজি করে চাউল বিতরণ করা হয়।

আরও পড়ুন