সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং নিপীড়ন ঘটনায় প্রতিবাদে রোয়াংছড়িতে খিয়াং সম্প্রদায়ের মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি উপজেলা আদিবাসী ছাত্র সমাজ আয়োজনে রোয়াংছড়ি বাজারের মাল্টিপারপাস প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন এবং সেখান থেকে পুনরায় র্যালি নিয়ে ফের স্থানে এসে শেষ হয়।
আজ সোমবার (১৭ মার্চ ২০২৫) প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অংশৈসাই মারমা।

বেলা আড়াইটার দিকে অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে শিশু ধর্ষণ,নারী ধর্ষণ, নির্যাতন ও নিপীড়ন প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আদিবাসীরা পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করেছেন। সেখানে ও শিশু,নারী ধর্ষণের মতো ন্যাক্কাজনক ঘটনা ঘটিয়েছে। এসব ধর্ষকদের আইনে আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তরা।
ধর্ষক শিশু আছিয়াকে নৃসংসভাবে হত্যা করেছেন। তাই শুধু সমতলে নয়, পাহাড়ে ও এসব ধর্ষণে ঘটনা হচ্ছে। ধর্ষক মানে ধর্ষক, যারা ধর্ষণ করেন এবং ধর্ষণে চেষ্টা করেন, তাদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।
বক্তারা আরো বলেন, এছাড়া যারা পাহাড়ে উন্নয়নের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছেন তারা শ্রমিক নিয়ে আসলে হবে না। তাদের কাছ থেকে জন্মনিবন্ধন ও জাতীয় পত্রসহ শ্রমিককের পরিচয় জেনেই কাজের নিয়ে আসতে আহ্বান জনান।
উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য রাখেন, বান্দরবান সরকারী কলেজে শিক্ষার্থী অংমেপ্রু মারমা, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর জসিংথুই মারমা, চট্টগ্রাম পলিটেশনিক ইনষ্টিটিউট শিক্ষার্থী মলিলাল তঞ্চঙ্গ্যা, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুম্যাশৈ মারমা, সরকারী তিতুমীর কলেজে শিক্ষার্থী হ্লামংচিং মারমা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশৈসিং মারমা। এসময় অর্ধশতাধিক ছাত্র সমাজের শিক্ষার্থী শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে অংশ নেন।