রোয়াংছড়িতে ফাল্গুনী পূর্ণিমায় বৌদ্ধদের ধর্মীয় উৎসব উদযাপন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের কেন্দ্রীয় জেতবন বিহারের বিহার অধ্যক্ষ কর্তৃক দায়ক-দায়িকা উদ্যোগে ফাল্গুনী পূর্ণামায় উপলক্ষে ঐতিহ্যবাহী জ্যাক সাংস্কৃতিক দলের (বুং প্যাক) ঢাক ঢোল বাজনা বাজিয়ে ঝাঁকজমপূর্ণ ভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ, হাজার প্রদ্বীপ পূজা, পানীয় পূজা ও প্যাগোডা (জাদি) পূজার অনুষ্ঠান রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ ২৫) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের অধ্যক্ষ উ পঞঞানন্দ মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, মৌজা হেডম্যান চসিংপ্রু মারমা, শৈসাঅং মারমা, এছাড়া প্রায় ৫শতাধিক ধর্মপ্রাণ নর-নারী ও বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।