রোয়াংছড়িতে বোধি বৃক্ষ চন্দন জল ঢেলে বুদ্ধ পূর্ণিমা পালন

বান্দরবানের রোয়াংছড়িতে বুদ্ধত্ব লাভের বৌধিবৃক্ষের মূলে চন্দন জল ঢেলে পূজা অর্চনা ও মাহা পটঠান সূত্রপাঠের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পুণ্যোৎসব উদযাপিত করা হয়।

আজ রবিবার (১১ মে ২৫) ভোর সকালে থেকে ধর্মাবলম্বীদের ছোয়াইন পূজা ও সকাল সাড়ে ৯টা হতে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে শোভাযাত্রাটি বাজার প্রাঙ্গণ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে এসে প্রথম পর্ব শেষ করেন। এই পবিত্র পূর্ণিমার তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরি নির্বাণ লাভ করে ছিলেন।

NewsDetails_03

বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বৈশাখ মাসের পূর্ণিমা দিনের বৌদ্ধ ধর্মালম্বীরা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।

এছাড়া রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারসহ উপজেলা বিভিন্ন বিহারে পালিত হয়েছে অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বিকাল সাড়ে ৩টা দিকে দ্বিতীয় পর্বে শুরু করা হয়। এতে বিভিন্ন ধরনের পাত্রে চন্দন জল, ফুল, মঙ্গল বৃক্ষের পাতা বা জামপাতা নিয়ে ২ হাজারো অধিক দায়ক-দায়িকাসহ বিভিন্ন বয়সের নর-নারী বৃক্ষ পূজা ও ধর্মীয় সভা অংশ নেন। ধর্মীয় সভায় সমাবেত হয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চশীল, অষ্টশীল, নবমশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

এসময় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞনাইদা মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ওয়াইন্দিতা মহাথেরসহ একাধিক ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন