বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. কালু কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা আক্কেল আলীর ছেলে। তিনি একটি পানের বরজে কাজ করতেন।
সূত্র জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যহাতির পাল লোকালয়ে খাবারের সন্ধানে আসলে শনিবার ভোর ৪টার দিকে ইছহাক মেম্বার পাড়ায় তান্ডব চালায়। এসময় হাতির আক্রমণে খামার ঘরে ঘুমে থাকা মো. কালু গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. কালুকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে সরই ইউনিয়ন পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন বলেন, হাতিগুলো বাড়ির চারিদিকে ঘেরাও করে ঘর ভাঙ্গা শুরু করে। পরে ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে। রাতজেগে আগুন জ্বালিয়ে বাড়ি ঘর পাহারা দিয়ে হাতির আক্রমন থেকে রক্ষা পাওয়া যাচ্ছেনা।
এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি, বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।
এদিকে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান,কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে নিহত মো. কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।