অবশেষে বান্দরবানের লামা উপজেলায় সোলার স্ট্রীট লাইটের প্যানেল চুরির ঘটনায় প্যানেলসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৩০মার্চ) ভোরে পৌরসভা এলাকার নয়াপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো, চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলের মো. নাছিম ও আবদুল হাফেজের ছেলে মো. আরাফাত হোসেন।
সূত্র জানায়, গত শনিবার দিনগত গভীর রাতে লামা পৌরসভা এলাকার নয়াপাড়াস্থ হাইস্কুলের পিঁছনে স্থাপিত একটি সোলার স্ট্রীট লাইটের প্যানেল চুরি হয়। খবর পেয়ে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। কেউ যদি প্যানেল চুরির ঘটনায় জড়িতদের ধরে দিতে পারেন, তাহলে ১০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষনাও দেন পৌরসভা মেয়র। অবশেষে চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. খালেদের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা নয়াপাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে চুরি যাওয়া প্যানেলসহ আটক করেন।
এই ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।