লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। বান্দরবানের লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি একথা বলেন।

আজ বুধবার (২অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহামুদুল হক, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনসহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহন করেন।
এর আগে ‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।