লামায় নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

purabi burmese market

বান্দরবানের লামা উপজেলায় নদীর পানিতে গোসল করতে নেমে পুজা কর্মকার (৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীর লামামুখ ঘাটে আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পুজা কর্মকার পৌরসভা এলাকার লামামুখ গ্রামের বাসিন্দা বিমল কর্মকারের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, পুজা কর্মকার শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন মাতামুহুরী নদীর লামামুখ ঘাটে গোসল করতে নামেন। এ সময় পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি পুজা কর্মকার। পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ থানায় খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা শিশুটিকে উদ্ধার অভিযানে নামেন।

এই ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন কর্মকর্তা মো. সাফায়েত হোসেন বলেন, শনিবার দুপুর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশী চালিয়েও নিখোঁজ পুজা কর্মকারের সন্ধান পাওয়া যায়নি। তাই চট্টগ্রামের ডুবুরিদের খবর দেয়া হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।