লামায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন

purabi burmese market

বান্দরবানের লামা উপজেলায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নের বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় ।

বঙ্গন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দীন।

শনিবার দুপুরে তথ্য অফিসের ঘোষক মো. সেলিম মিয়ার সঞ্চালনায় সভায় তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাবনাজ আক্তার, সহকারী শিক্ষক পারভীন আক্তার, হেলাল উদ্দিন, মো. ইউনুছ আলী, রুনা আক্তার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন। এতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের দু’শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, সারা দেশে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে সরকার। বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এতে করে দেশ ২০২১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ ও ২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাচ্ছে। একই সময় তথ্য অফিসার মো. রুহুল আমিন বাল্য বিবাহ, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, ইভটিজিং, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে উপর সচেতনতামূলক বক্তব্য রাখেন। শেষে সচেতনতামূলক চলচিচত্র প্রদর্শন করে তথ্য অফিস কর্তৃপক্ষ।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।