সন্তানদের স্ব স্ব ধর্মীয় অনুশাসনে শিক্ষিত করে তুলুন : মেহ্লা প্রু

purabi burmese market

সন্তানদের স্বস্ব ধর্মীয় অনুশাসনে শিক্ষিত করে তুলুন। পরিবার সমাজ দেশ তথা জাতীয় ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা আনুগত্য পরষ্পরের প্রতি আস্থা ও বিশ্বাস সৃষ্টিতে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুুরে বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিন্তাবর মুরুংপাড়াস্থ বৌদ্ধ বিহারের বুদ্ধাভিষেক ও মহাসংঘদান উপলক্ষে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মীনি মেহ্লা প্রু।

গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত জন সমাবেশে বর্তমান সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সহধর্মীনী কিকিএ, উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় আইচ ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমূখ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।