সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তি দাবি করেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে জেলা প্রশাসনের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি রিপোটার্স ইউনিয়নের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ সোলায়মান, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, জার্নালিস্ট নেটওয়ার্ক সাধারন সম্পাদক ফাতেমা জান্নাত মুমু ।
বক্তারা বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের কাছে জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্তি না দিলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধন থেকে হুশিয়ারি দেয়া হয়।