১০ টাকা মূল্যের চাউল পেলেন থানচির ৪ শ পরিবার

“ক্ষুদা এখন ভয় নাই কম, টাকা চাউল পাই,ঘরে কোন অভাব নাই ”প্রতিপাদ্যের শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ খাদ্যবান্ধ কর্মসূচী আওতায় বান্দরবানে থানচি উপজেলা সদর ইউনিয়ন পরিষদে ৪শ হত দরিদ্র,অসহায় পরিবার ১০টাকার চাউল ক্রয় করার সুযোগ পেলেন।

NewsDetails_03

খাদ্য অধিদপ্তরের পরিচালনায় হত দরিদ্র পরিবারের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য প্রদান এর আয়োজনে আজ সোমবার সকালে স্থানীয় ডিলার মোঃ নজির আহম্মদ এর গুদাম হতে চাউল প্রদান করা হয়।

স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে হত দরিদ্র ৪শত পরিবারকে ৩০ কেজি করে মাসিক চাউল বিতরনে শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমান, খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ইস্পেক্টর অনুপম চাকমা, সদর ইউনিয়নের সচীব চমংউ মারমা, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ডিলার মোঃ নজির আহম্মদসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন