ইয়াবা পাচারের নতুন রুট থানচি সীমান্ত

NewsDetails_01

এবার বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে আসছে ইয়াবা। চট্টগ্রাম র‌্যাব ৭ ও বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ান (বিজিবি) যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ রেমাক্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বড় মদক পাড়া নিবাসী ঞোচিংঅং মারমা (৪২) কে আটক করে।

বান্দরবানে থানচি উপজেলা দায়িত্বরত গোয়েন্দা সংস্থা তাদের নিজস্ব সোর্স মাধ্যমে আজ মঙ্গলবার ২৯ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করছেন বলে নিশ্চিত করেন, সিনিয়র এসপি মো: আনোয়ার হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাইলমারা পাড়া এর থানচি-বান্দরবান সড়কে রুমা উপজেলা সীমান্তে গ্যালেগ্যা ইউনিয়নের ভরট চাকমা পাড়ায় হাইলমারা ঝিড়িতে বেইলি সেতুর নিচে থেকে তাকে আটক করা হয়। এর আগে গত শনিবার ২৫ মার্চ বলিপাড়া ব্যাটালিয়ানের (বিজিবি)সদস্যরা একটি চালানে ২ হাজার পিস ইয়াবাসহ আরো দুইজন কে আটক করে।

NewsDetails_03

র‌্যাব ৭ এর সিনিয়র এসপি মো: আনোয়ার হোসেন বলেন, আটককৃতকে থানচি থানায় সোপর্দ করা এবং মামলার প্রক্রিয়া চলছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় জানান, বিজিবি ও র‌্যাব ৭ এর ইয়াবা চালান সহ একজনকে আটক করার কথা শুনেছি। থানা সোপর্দ করলে ব্যবস্থা গ্রহন করা হবে।

বান্দরবানে থানচি উপজেলার মায়ানমার সীমান্তের বড় মদকের মাদকের চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে চোরাকারবারীরা ইয়াবা পাচার করছে বলে জানান, চট্টগ্রাম র‌্যাব ৭ এর সিনিয়র এসপি মো: আনোয়ার হোসেন।

আরও পড়ুন