খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

NewsDetails_01

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ ৩ নভেম্বর (বুধবার) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পৌর টাউন হল প্রাঙ্গন বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করেন শেষে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করেন নেতৃবৃন্দ।

NewsDetails_03

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, বন পরিবেশ সম্পাদক শওকত উল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দেবেশ বরন ত্রিপুরা, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে পনেরই আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন