খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

NewsDetails_01

মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতিতে কর্মহীন, হতদরিদ্র, দুস্থ জনগোষ্ঠী ও ঈদুল আযহার উপলক্ষে মসজিদ মাদ্রাসা, ব্যক্তির মাঝে ত্রাণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার সকালে খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ মাঠে এসব সহায়তা প্রদান করেন সদর সেনা জোনের উপ-অধিনায়ক মেজর চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী ও এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. আহসান হাবীব।

NewsDetails_03

মানবিক সহায়তার মধ্যে নগদ অর্থ ছাড়াও চাল, ডাল, আটা, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সেনা কর্মকর্তারা বলেন, সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও সেনাবাহিনীর পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের অসহায় শিক্ষার্থীদের মাঝেও নগদ অর্থ প্রদান করে খাগড়াছড়ি সদর জোন।

আরও পড়ুন