খাগড়াছড়িতে ১১ লক্ষাধিক টাকাসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর আটক

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে নগদ ১১ লক্ষাধিক টাকাসহ আকাশ চাকমা ওরফে এ্যাকশন নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক কালেক্টর আটক হয়েছে। আজ ভোর রাতে দীঘিনালার বাবুছড়ার মগ্য কার্বারী পাড়া থেকে নগদ ১১ লক্ষ ৮৪ হাজার টাকা ও স্বর্ণালকারসহ তাকে আটক করা হয়। আকাশ চাকমা দীঘিনালা বাবুছড়ার মৃত নলেন্দ্র চাকমার ছেলে।

NewsDetails_03

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে দীঘিনালা-বাবুছড়া সড়কের মগ্য কার্বারী পাড়ায় যৌথবাহিনীর একটি দল মোটরসাইকেল থামানোর পর দৌঁড়ে পালানোর সময় আকাশ চাকমাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে নগদ ১১ লক্ষ ৮৪ হাজার টাকা, ১ হাজার ১ শ ৫০ ভারতীয় রুপি ও স্বর্ণালকার উদ্ধার করা হয়। আটককৃত আকাশ চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর। টাকা ও স্বর্ণালকারের উৎস সর্ম্পকে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃত আকাশ চাকমা ওরফে এ্যাকশনকে নিজেদের সদস্য দাবি করে তার মুক্তির দাবি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ইউপিডিএফ প্রসীত গ্রুপ।

আরও পড়ুন