তিন দিনের জন্য থানচির পর্যটন স্পটে ভ্রমনের উপর নিষেধাজ্ঞা জারি

NewsDetails_01

বান্দরবানে থানচি উপজেলায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র সফরকে সামনে রেখে কাল বুধবার থেকে তিন দিনের জন্য থানচির সব পর্যটন স্পটে পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

NewsDetails_03

প্রশাসন সূত্রে জানা গেছে,আগামি ১৪,১৫,১৬ অক্টোবর ৩দিন পর্যন্ত থানচি উপজেলা সব পর্যটন স্পট সমূহে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা জারি থাকবে। পর্যটন স্পট গুলির মধ্যে রয়েছে, নাফাঁখুম,তাজিংডং, রাজা পাথর, বংড, সাতভাই খুম, বাঘের মুখ, রেমাক্রী খাল মুখ ও আন্দারমানিক মুখ নামক পর্যটন স্পট। নিষেধাজ্ঞা জারি করার কারনে কাল বুধবার থেকে উক্ত পর্যটনস্পটে যেতে পর্যটকদের থানা ও বিজিবির অনুমতি পত্র প্রদান করা হবেনা।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী’র সফর শেষ করে থানচি ত্যাগ করলে আগামী ১৭ ই অক্টোবর যথারীতি পর্যটকরা ভ্রমনে যেতে পারবে।

আরও পড়ুন