তৃণমূলের যুবদের নেতৃত্ব বিকাশে কাজ করছে সরকার

NewsDetails_01

উদ্যোগী পরিশ্রমি নর-নারী, শিক্ষিত যুবদের সামাজিক শৃংঙ্খলা ফিরিয়ে আনতে নেতৃত্ব বিকাশ ঘটানোর লক্ষ্যে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষিত যুবসমাজ পারবে সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংসা সমাজ গঠনে যুবদের সম্পৃক্ত করতে।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বান্দরবানের থানচি উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

NewsDetails_03

বান্দরবানে থানচি উপজেলা সদরের মেঘবর্তী রিসোর্ট সেন্টারে হল রুমে উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারের অর্থায়নের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস এর বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় এর আয়োজন করেন।

থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে সহকারী অফিস প্রধান মো: এমরান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্যান্যদের মধ্যে উন্নয়ন সংস্থা গ্রাউস’র আস্থা প্রকল্পের বান্দরবান জেলা কোর্ডিনেটর থোয়াইঅং মারমা, ৪ উপজেলার মাঠ কর্মকর্তা অন্তরা তঞ্চঙ্গ্যা প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা ৪টি ইউনিয়নের ৩০ জন যুবদের নিয়ে উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে।

আরও পড়ুন