দ্বিতীয় দফায় কাপ্তাইয়ে নায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

NewsDetails_01

পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে দেশের ১ কোটি গরিব জনগণকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় দ্বিতীয় দফায় আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) হতে ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলাবাগান সিবিএ অফিস চত্বর এবং ২ নং রাইখালী ইউনিয়ন এর নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সকাল ৯ টা হতে সরকার কর্তৃক মনোনিত নির্ধারিত কার্ডধারী পরিবারকে ৫ শত ৬০ টাকার বিনিময়ে ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল টিসিবির পণ্য দেওয়া হচ্ছে বলে জানালেন, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন।

NewsDetails_03

তিনি জানান, প্রথমদিন (বৃহস্পতিবার) চন্দ্রঘোনা ইউনিয়নে ৮ শত ২২ জন এবং রাইখালী ইউনিয়নে ১ হাজার জনকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ৩ টি ইউনিয়নে সর্বমোট ৭ হাজার ৬ শত ৫১ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান সিবিএ অফিস চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। এইসময়, ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, পিআইও রুহুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন