নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরনে যুবক আহত

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে বন মোরগ ধরতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে সুরুত আলম (৪০) নামের এক ব্যক্তির পায়ের গোড়ালি উড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তের চেরারমাঠ নিকোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সুরুত আলম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেরারমাঠ এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে।

NewsDetails_03

স্থানীয়রা জানান, সুরুত আলম মঙ্গলবার দুপুরে মিয়ানমার সীমান্তের ছোট ছড়া নিকোছড়ি পার হয়ে শূন্যরেখায় গিয়ে ফাঁদ পেতে বনমোরগ ধরতে ধরছিলেন। এসময় বিস্ফোরণে সুরুত আলমের ডান পায়ের গোড়ালি উড়ে গেছে, পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এই ব্যাপারে জেলার নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, মাইন বিস্ফোরণে আহত সুরুত আলমকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারের নিরাপত্তারক্ষীদের পুতে রাখা স্থল মাইন বিস্ফোরনে চলতি বছরের ২১ ও ২৫ ফেব্রুয়ারি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে আশারতলী ও মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় স্থল মাইন বিস্ফেরনে ২ বাংলাদেশী আহত হয়।

আরও পড়ুন