নাইক্ষ্যংছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় ১৮ ব্যবসায়ীকে জরিমানা

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ১৮ ব্যবসায়ীকে প্রায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর এলাকার বাজারসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

NewsDetails_03

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দোকান পাঠ নির্দিষ্ট সময় বাঁধতে এবং খুলতে বলেছে । কিন্তু কিছু ব্যবসায়ী সেই নির্দেশ অমান্য করায় দণ্ডবিধি ২৬৯ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত ১৮ দোকানিকে ওই জরিমানা করে ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, অভিযানকে অব্যাহত থাকবে এবং আগামীতে স্বাস্থ্য বিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও কঠোর হবো।

আরও পড়ুন