নাইক্ষ্যংছড়ির ২ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ ১১ নভেম্বর

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল মতে ভোট গ্রহণ হবে আগামী ১১নভেম্বর। গত ২৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে ঘোষিত তফসিলে এ তারিখ দেন নিবার্চন কমিশন তফসিলে নাইক্ষ্যংছড়ির ২ ইউনিয়নের নিবার্চনের বিষয়টিও উল্লেখ রয়েছে।

NewsDetails_03

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ জানান, উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে ৩ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০১৯সালে শেষ হয়েছে। বাকী ২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তফসিল দ্বিতীয় দফায় ২৯সেপ্টেম্বর ঘোষিত হয়। এ দু’ইউনিয়নের নিবার্চন হয়েছিলো ২০১৬সালে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭অক্টোবর ও ভোটগ্রহণ ১১নভেম্বর।

উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ আরো জানান, দু’ইউনিয়নের মধ্যে বাইশারী ইউনিয়নে মোট ভোটার ১০হাজার ১শত ৫৭জন। তন্মধ্যে পুরুষ ৫হাজার ১শত ১০জন, মহিলা ৫হাজার ৪৭জন।
দোছড়িতে মোট ভোটার সংখ্যা ৪৭৪৪জন। পুরুষ ২হাজার ৩শত ৭৫জন, মহিলা ২হাজার ৩শত ৬৯ জন। সীমান্ত ঘেষা উপজেলা নাইক্ষ্যংছড়ির এই ২ইউনিয়নে ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
এদিকে নিবার্চনী এলাকা দু’টির তফসিল ঘোষনার সাথে সাথে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের মাঝে দৌঁড়ঝাপ শুরু হয়েছে।

আরও পড়ুন