প্রতিটি ঘরে ঘরে সরকরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে : বাসন্তী চাকমা

NewsDetails_01

দূর্যোগকালীন এই মুহুর্তে সরকার প্রতিটি দু:স্থ ও অসহায় পরিবারে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। কেউ না খেয়ে মরবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবন্ধ হয়ে এই সংকট মোকাবেলা করবো। তাই আসুন সকলে মিলে আমরা এই সংকট উত্তোরন করি।

NewsDetails_03

তিনি আজ রবিবার (৫ এপ্রিল) সকালে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শিলছড়িস্থ বনফুল মহিলা ক্লাব সংলগ্ন চত্বরে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ৫০ টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ কালে সাংবাদিকদের একথা বলেন ৩০৯ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা।

এসময় কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা আ’লীগ নেত্রী ইতালি চাকমা, কাপ্তাই উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সুজন তংচঙ্গ্যা ধনা, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মনোয়ার জাহান,ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মিনুপ্রু মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন