বন্যার্তদের ত্রাণ দিতে কাল ঘুমধুম সীমান্তে যাচ্ছেন বীর বাহাদুর

NewsDetails_01

বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে যাচ্ছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ৭টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুমে পৌঁছবেন মন্ত্রী।

পার্বত্যমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

NewsDetails_03

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি’র আগমনে দিনব্যাপী কর্মসূচীতে সকাল ১১টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।
বিকেল ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়ন ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শামীম ইকবাল চৌধুরী।

আর এদিকে,বান্দরবান জেলা আওয়ামী লীগ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানী ও তসলিম ইকবাল চৌধুরী জানান,পার্বত্যমন্ত্রী এক দিনের সফর উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় মন্ত্রীর আগমনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন