বন মামলায় কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাছির আটক

NewsDetails_01

বন মামলার হাজিরা দিয়ে গিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিনকে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি আদালতে আটক করা হয়েছে।

NewsDetails_03

আদালত সুত্রে জানা যায়, কাপ্তাই রেঞ্জের ফরেস্টার নির্মল কুমার মন্ডল বাদী হয়ে কাপ্তাই থানায় (মামলা নং ৭/১৮) দায়ের করা বন মামলায় হাজিরা দিতে গিয়ে আটক হয় স্থানীয় মৃত হাজী কবির আহম্মেদের ছেলে মো. নাছির উদ্দিন। কাপ্তাই রেঞ্জের অধীন রামপাহাড় বিটের বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে ৪৯ লক্ষ টাকার ক্ষতি সাধন করায় ৩ বছরের জেল অথবা ৩০ লক্ষ টাকার জরিমানা করা হয় তাকে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এই রায় দেন রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুবজ পাল। এই রায়ে আটক করা হয় তাকে।

স্থানীয় সুত্রে জানা যায়, মো. নাছির উদ্দিন একাধারে কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি। রাজনীতির পাশাপাশি গাছ ও ফার্নিচারের ব্যবসার সা‌থে করেন তিনি। কাপ্তাই-চট্টগ্রাম সড়ক সংলগ্ন সীঁতারঘাট এলাকায় ‘প্রশান্তি পিকনিক স্পট ও রেষ্টুরেন্ট’ নামক একটি পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকও তিনি।

আরও পড়ুন