বাঘাইছড়িতে ৭ হাজার অসহায় পরিবার পেল খাদ্য সহায়তা

NewsDetails_01

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ইউ এন ডি পির সহযোগীতায় রাঙামাটির বাঘাইছড়িতে ৭ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন করেছেন,বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

আজ রবিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় বাঘাইছড়ি উপজেলা মিলানায়তনে,প্রথম পর্যায়ে বাঘাইছড়ি পৌরসভায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়। প্রত্যেক পরিবারের মাঝে,১৫ কেজি চাউল,১ লিটার তৈল,৫ কেজি আলু,২ কেজি পেঁয়াজ,২ কেজি মসূর ডাল,বীজ ৬ পেকেট, মাক্স ৪টি, বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৮ টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে,

NewsDetails_03

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোঃজাফর আলী খান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা,এবং স্থানীয় কাউন্সিলর ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম বলেন,পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে, ইউ এন ডি পির সহযোগীতায় বাঘাইছড়ি উপজেলাতে ৭ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রধান করা হয়, আগামীতেও যেন এমন মানবিক সহায়তা বহাল থাকে সেই চেষ্টা করবো।

আরও পড়ুন