বান্দরবানে নির্বাচন অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন করার লক্ষে আইন-শৃঙ্খলা সভা

NewsDetails_01

বান্দরবানে আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত লামা পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন করার লক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জানুয়ারি (মঙ্গলবার) সকালে বান্দরবান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমসহ পুলিশ, র‌্যাব ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এসময় সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভোটাররা যাতে নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে তার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারী বান্দরবানের লামা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আর এতে ৩ জন মেয়র প্রার্থী, মহিলা সংরক্ষিত আসনে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন কাউন্সিলর প্রাথী অংশ নিচ্ছে।

আরও পড়ুন